ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


ফেনীতে পরিত্যক্ত ঘরে ২ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার


১৬ মার্চ ২০২৩ ০২:৩২

ফেনীতে ভারত সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে চোরাই পথে আসা অন্তত ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম থেকে এসব অবৈধ কাপড় উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে পূর্ব মধুগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯৫/৬-এস হতে আনুমানিক ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পরিত্যক্ত বসতঘর থেকে ২ হাজার ৭৪৮টি শাড়ি, ৮টি লেহেঙ্গা এবং ৪৩টি টুপি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮৭ হাজার ১শ ৬০ টাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব কাপড় নিয়ে এসে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে থাকে।

মঙ্গলবার রাতে উদ্ধার প্রায় ২ কোটি ৮৭ হাজার ১শ ৬০ টাকার ভারতীয় কাপড়গুলো ফেনীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।