ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ডুমুরিয়া বানিয়াখালি বাজারে স্বাস্থ্য বিধি ও মাক্স না পরায় মোবাইল কোর্টের জরিমানা


২৬ জুলাই ২০২০ ২১:০৩

ছবি সংগৃহীত

খুলনা ডুমুরিয়া উপজেলার বানিায়াখালি বাজারে জরিমানা ও সতর্ক করা হয়েছে। শনিবার(২৫ জুলাই) ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের নির্দেশনায় বানিায়াখালি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সজ্ঞীব দাশ।

শনিবার ঐএলাকায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় চার জনকে মোট (১৫০০) পনেরো শত টাকা জরিমানা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজ্ঞীব দাশ।একই সময় দণ্ডিত ব্যক্তিদের ও অসহায় লোকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করেন।এছাড়া বিভিন্ন দোকানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে মনিটরিং করা হয়। এসময মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা পুলিশ।