ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ: শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩


২৩ জুলাই ২০২০ ১৮:৩৬

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দেয়াল ধসে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই বিস্ফোরণে আরও ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। হতাহতরা সকলে একই পরিবারের সদস্য। নিহত শিশুর নাম মঈনুল। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। (২৩ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন, জাবেদ ও তার স্ত্রী শিউলী এবং পাঁচ বছর বয়সী শিশু জান্নাত। এদের মধ্যে, জান্নাতের শরীরের ৬০ ভাগ, জাবেদের শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে এবং শিউলীর দুই হাত ও বুক পুড়ে গেছে। প্রতিবেশীরা জানিয়েছে, তার একটি ব্যাগ তৈরির কারখানা রয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।