ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৫

নাটোরের বাগাতিপাড়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রান্ত (১৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামের রাস্তার পাশ থেকে রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত প্রান্ত রাজশাহীর বাঘা উপজেলার বেড়েরবাড়ি সরদারপাড়া গ্রামের জিয়া সরদারের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত চন্দ্র প্রামাণিক জানান, শনিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি প্রান্ত। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সকালে পাশের উপজেলার বাগাতিপাড়ার সালাইনগর গ্রামের রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি প্রান্তর বলে শনাক্ত করেন।

নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আইএমটি