ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মানিকগঞ্জে বাড়ছে করোনা ভাইরাসের রোগী। আজও সনাক্ত ৬ জন


২৩ মে ২০২০ ০৩:৩৬

ছবি প্রতিকী

হঠাৎ মানিকগঞ্জে প্রতিদিনই সনাক্ত হচ্ছে নতুন করে করোনা ভাইরাসের রোগী। আজও জেলায় নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় দুইজন, সিংগাইরে দুইজন, শিবালয় ও হরিরামপুরে একজন করে মোট ৬ জন করোনায় সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় মোট ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।