ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


করোনায় জীবন দিলেন পুলিশের ১০ম সদস্য


২১ মে ২০২০ ২২:২৬

করোনায় জীবন দিলেন পুলিশের ১০ম সদস্য। তার নাম মোখলেসুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল।

কনস্টেবল মোখলেস ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হচ্ছেন ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কনস্টেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।