ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


আম্পান কাঁড়বে রাজশাহীর আম ও পান


২১ মে ২০২০ ০৬:২২

ছবি সংগৃহীত

রাজশাহীর দিকে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আম্পান। আম্পান শব্দ টিকে আলাদা করলে হয় আম ও পান। যার তান্ডবে বিছিন্ন হতে চলেছে রাজশাহীর আমের বাগানের অসংখ্য সুস্বাদু আম ও পানের বরজের মিঠা পান।

বর্তমানে রাজশাহী সুস্বাদু আম ও মিঠা পানের জন্যে বিখ্যাত। রাজশাহী অঞ্চল জুড়ে আম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখন রাজশাহীর আম গাছে ঝুলছে ফজরি, খিরশাপাত, গোপালভোগ নেংড়াসহ বাহারি রকমের সুস্বাধু আম। রাজশাহীর কৃষি সম্প্রাসারনের তথ্য মতে, এবার রাজশাহীর ১৯ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এমৌসুমে রাজশাহীতে আমের সম্ভাব্য ফলন ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার হেট্রিক টন। যার বাজার মূল্য ১ হাজার ৩০০ কোটি টাকা।

পাশাপাশি রাজশাহীর মিঠা পানের চাহিদা ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশে রয়েছে। রাজশাহীর মোহনপুর, বাগমারা, দূর্গাপুরে ব্যাপক পান বরজ রয়েছে।

সরজমিনে দেখা গেছে, আম্পানের প্রভাবে ঝড় হাওয়াতে রাজশাহীর আমের বাগানে ব্যাপক আম পড়ে রয়েছে। তাছাড়া রাস্তায়ও ব্যাপক আম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর পানের বরজ দমকা হাওয়া কাপছে। যা ধ্বংস করে দিকে পারে পানের বরজের সকল পান।

গুগরে বাতাসের গতিবেগ ম্যাপে লক্ষ্য করলে জানা যায়, প্রতিবেশি দেশে আম্পানের ব্যাপক তান্ডব চলছে। যা ভারতের কলকাতা অনেক আগে অতিক্রম করে বাংলাদেশ ঘেষে রাজশাহীর দিকে আসছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ জানিয়েছেন শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম করছে বুধবার বিকাল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম শুরু করে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে লেখেন, আম্ফানের গতিপথ আকস্মিক পরিবর্তন হয়ে রাজশাহীতেও আঘাত হানতে পারে। সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।