ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ আহত ৯


১৯ মে ২০২০ ১৯:০৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯ জন। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বদিউজ্জামান (৪০) ও মিশু বেগম (৩০)। তারা সবাই রাজশাহীর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। মাইক্রোবাসটি রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।