ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


গরীব, অসহায়দের পাশে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা


১৭ মে ২০২০ ১৯:৪৫

নতুনসময়

রাজধানীর (১৭নং ওয়ার্ডের) 'রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা' এর উদ্যোগে ২০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয় গরিব, দুঃখি ও অসহায় মানুষের মধ্যে।

রবিবার (১৭মে) দুপুরে জোয়ার সাহারা বাজারে পাশে জসীম উদ্দিন স্কুলে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এবং এর জন্য সার্বিক সহযোগিতা করেছেন ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডা: জিন্নাত আলী সাহেব।

উপহার সামগ্রী মধ্যে রয়েছে, চাল, ঢাল, তেল, সাবান, আলু।

এছাড়া, ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর ঢাকায় রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং মাত্র ৮৮ জন ডিস্ট্রিক্ট সদস্যকে নিয়ে পরবর্তী বছরের ২৬ ফেব্রুয়ারি সনদ প্রাপ্ত হয়। তখন থেকে রোটারি কার্যক্রম প্রসারিত হচ্ছে। এখন পর্যন্ত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তত্ত্বাবধানে ২০৫ টি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। যার মোট সদস্য সংখ্যা হলো ৪৩০০। এছাড়াও এর অনেক জুনিয়র ক্লাব রয়েছে যেমন, রোটারাক্ট ক্লাব (সদস্য ১৮০), ইন্টারাক্ট ক্লাব (সদস্য ২০) এবং রোটারি কমিউনিটি কোর্পস (সদস্য ৫০)।