ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মাদারীপুর জেলা ছাত্রলীগ কতৃক শাহ মাদার মাদ্রাসা'র এতিম ছাত্রদের ইফতার ও দোয়ার অনুষ্ঠান


১৬ মে ২০২০ ০৪:২২

সংগৃহিত

মাদারীপুর জেলা ছাত্রলীগের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বায়েজিদ হাওলাদার নিজস্ব অর্থায়নে শুক্রবার শহরের শাহ মাদার দরগা শরীফ মাদ্রাসার এতিম ও ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে ।

উক্ত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ খতম দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের এবং মহামারি করোনা ভাইরাস চির নির্মূলের জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত করা হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মাদার দরগাহ শরীফ মাদরাসা প্রতিষ্ঠাতা পু্ত্র সুপারিন্টেন্ডেন্ট পীরজাদা শরীফ মাওঃ আল-আমীন।

এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।