ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক কলেজ ছাএীর মৃত্যু


১৫ মে ২০২০ ০৪:৫১

ছবি প্রতিকী

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা গ্রামে বজ্রপাতে শাবানা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।


নিহত শাবানা রাইল্যা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষের ছাত্রী। আলাল উদ্দিনের তিন সন্তানের মধ্যে বড় ছিল শাবানা ।

রাইল্যা এলাকার মনির হোসেন জানান, শাবানা সন্ধ্যার কিছুক্ষণ আগ দিকে বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাতে মাথাসহ শরীর ঝলছে গুরুতর ভাবে আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাবানাকে মৃত ঘোষণা করেন।