ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


সখীপুরে প্রাইভেটকারের চাপায় শিক্ষক নিহত


১৩ মে ২০২০ ০২:৫৮

টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেটকারের চাপায় রেজাউল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আবদুল জলিলের ছেলে এবং বোয়ালী বিএলএস উচ্চ বিদ্যালয়ের ধর্মের শিক্ষক ছিলেন। পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে।

জানা যায়, আজ সকাল পৌনে নয়টার দিকে শিক্ষক রেজাউল ইসলাম সাইকেলে করে বোয়ালী বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সখীপুর থানার এসআই বদিউজ্জামান বলেন, এ ঘটনায় প্রাইভেট চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।