কর্মশালার মাধ্যমে উর্দুভাষীদের নেতৃত্ব গড়ার চেষ্টা

বাংলাদেশের নাগরিক হলেও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত রয়েছেন উর্দুভাষী বাংলাদেশীরা। এই জনগোষ্ঠীর পুনর্বাসনসহ সকল মৈৗলিক অধিকার নিষ্চিত করতে কর্মশালার মাধ্যমে উর্দুভাষীদের দক্ষ নেতৃত্ব গড়ার চেষ্টা করছে এই উর্দুভাষী সংখ্যালঘুদের জন্য কাজ করে আসা দুইটি এনজিও।
রাজধানীর লালমাটিয়ার ইউরো বাংলা হার্ট হসপিটালে আল-ফালাহ বাংলাদেশ ও কাউন্সিল অব মাইনোরিটিজের উদ্যোগে রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ থেকে শুরু হয়ে সোমবার ( ১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মশালা চলে।
কর্মশালায় উর্দুভাষীদের ঝুলন্ত সমস্যা সমাধানে সংগঠনগুলো কিভাবে আরো কার্যকরী ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় এবংসঠিক পদক্ষেপ গ্রহণ ও কৌশল ব্যবহার সম্পর্কে উর্দুভাষী নেতৃবৃন্দের সু-স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।
কাউন্সিল অব মাইনোরিটিজের প্রধান এডভোকেট খালিদ হুসাইন জানান, আমরা প্রশিক্ষণের মাধ্যমে উর্দুভাষীদের দক্ষ নেতৃত্ব গড়ার লক্ষে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প শুধু কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এই নেতৃবৃন্দের মাধ্যমেই উর্দুভাষীদের ঝুলন্ত সমস্যাগুলো সমাধান করাই আমাদের প্রকল্পের মূল লক্ষ্য।
রাজধানীর মিরপুর ও আদমজী থেকে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের ৫ জন, উর্দুভাষী অধিকার রক্ষা সংস্থার ২ জন, খুলনার থেকে উর্দুভাষী পুনর্বাসন কমিটির ২ জন এবং সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটির ২ জন নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মোতাহের হোসাইন এবং কাউন্সিল অব মাইনোরিটিজের প্রধান এডভোকেট খালিদ হুসাইন।