ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নেত্রকোনায় মতবিনিময় সভা


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৯

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ ও নেত্রকোনা জেলার অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সোমবার (২৪ সেপ্টেম্বর) এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সাজ্জাদুল হাসান।
 
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মইনউল ইসলাম, অপুস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরি, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খশরু, নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গাজী মোজাম্মেল হক টুকুসহ অন্যান্য নেতাকর্মীরা। 
 
একেএ