ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বাইকে হঠাৎ বাসের ধাক্কা: ছেলে পেছনে তাকিয়ে দেখেন মা আর নেই


১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৫

মা’কে নিয়ে বোনের বাসায় দাওয়াতে গিয়েছিলেন ছেলে। আনন্দে সময় কাটাচ্ছিলেন, হয়ত আবার কবে মা’কে নিয়ে বেরোবেন সেই পরিকল্পনাও করছিলেন। তখন কি তিনি ভাবতে পেরেছিলেন আর কিছুক্ষণ পরেই মা চলে যাবেন এভাবে? বোনের বাসা থেকে মা’কে নিয়ে নিজের মোটরসাইকেলে ফিরছিলেন ছেলে। ফার্মগেটে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে মা পড়ে যান, মা’কে চাপা দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাসটি। রবিবার (১৫ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। ছেলে শামীম হতবিহ্বল হয়ে যান মা সখিনা বেগমের এমন মৃত্যুতে।

শামীমের বরাত দিয়ে পুলিশ জানায়, তেজগাঁওয়ে বোনের বাসায় খাওয়া-দাওয়া শেষে মাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন শামীম। পথে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে শামীম অক্ষত রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার বলেন, বাসচালক শাহ আলমকে আটক করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।