ঢাকা রবিবার, ২৯শে জুন ২০২৫, ১৬ই আষাঢ় ১৪৩২


মানিকগঞ্জে কমিউনিটি পুলিশং ডে পালিত


২৭ অক্টোবর ২০১৯ ০৪:২৮

সারাদেশের মত মানিকগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এই উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারী দেবন্দ্র কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এবং র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্লোগান ছিল "পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি "।

এই র‌্যালীতে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ফোরামের সভাপতি মশির আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান