ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


"পদ্মা" বিভাগের সাথে যুক্ত হতে চায়না শরীয়তপুরবাসী


২৩ অক্টোবর ২০১৯ ০৫:৫০

শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর , গোপালগঞ্জ ও রাজবাড়ীকে পদ্মা বিভাগ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে শরীয়তপুর শহরে ঢাকার অন্তর্ভূক্ত রাখার দাবি জানিয়েছে ছাত্র ও শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১১ টায় ‘জাগো শরীয়তপুর’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ দবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর বাসির পক্ষ থেকে পদ্মা বিভাগ কে অভিনন্দন। কিন্তু আমাদের শরীয়তপুর কে পদ্মা বিভাগে যুক্ত করার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ঢাকার সাথে থাকতে চাই। আমাদের শহরকে পদ্মার সাথে যুক্ত না করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।

নতুনসময়/আইকে