ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ঢেলে দেই সেই বক্তা তাহেরী এবার মাদকের বিরুদ্ধে শপথ করালেন


২১ অক্টোবর ২০১৯ ০৫:৫৩

ফাইল ফটো

মাহফিলে হাজারো ভক্তদের মাদকের বিরুদ্ধে শপথ করালেন।দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। এবার এক ওয়াজ হাজার হাজার ভক্ত শ্রোতা দুই হাত তুলে মাদক গ্রহন করবে না ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার শপথ করলেন।

গত শনিবার মধ্য রাতে মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে মরহুম আবু জাফর স্মৃতি সংঘ আয়োজিত ইসলামী সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে তিনি মাদকের বিরুদ্ধে কুফল সম্পর্কে কথা বলেন । তিনি বলেন নেশাগ্রস্তরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন দেশে ফেন্সিডিল ,গাঁজা ও ইয়বার ব্যাপক বিস্তার ঘটেছে। মাদক গ্রহনের ফলে সমাজে নৈতিক অবক্ষয় , পারিবারিক অশান্তি ও আইন শৃঙ্গলার অবনতি ঘটছে। মাদক গ্রহন করে সন্তান তার মা,বাবা কে হত্যা করে। পরে তিনি ভক্তদের মাদক গ্রহণ না করার শপথ করান।

স্বামি তার স্ত্রী কে হত্যা করে। ইয়াবা এখন শহর থেকে গ্রামের পাড়া মহল্লায় এমনকি স্কুল পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের গ্রাস করছে। এ অবস্তা চলতে থাকলে জাতি এক সময় ধ্বংস হয়ে যাবে। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করে আইন শৃঙ্গলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

নতুনসময়/এসএম