ঢাকা রবিবার, ২৯শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় সার্জেন্ট নিহত


১৮ অক্টোবর ২০১৯ ০৭:১৩

চট্টগ্রাম নগরের বন্দর টোল রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় বকশি মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। বৃহস্পতিবার টোল প্লাজায় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক (বন্দর) বিভাগের পরিদর্শক (এডমিন) শওকত হোসেন বলেন, ‘কাভার্ড ভ্যানের ধাক্কার পর প্রথমে আমরা তাকে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত এক পুলিশের সার্জেন্টকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নতুনসময়/আইকে