ঢাকা শনিবার, ২৮শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হাতের কব্জি হারালেন র‌্যাব সদস্য


১৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪১

যশোরের অভয়নগরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র‌্যাব সদস্য করপোরাল শহিদুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভয়নগর থানা কম্পাউন্ডে এ দুর্ঘটনা ঘটে।

তাজুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ১১টার দিকে র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের বোমা ডিসপোজাল টিম বোমা নিষ্ক্রিয় করতে থানায় আসেন। অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ ঘটলে করপোরাল শহিদুলের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে যশোর সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বছরের ফেব্রুয়ারিতে একটি মামলার আলামত হিসেবে বোমাগুলো জব্দ করা হয়। এ গুলো নিষ্ক্রিয় করতে র‌্যাবের ওই টিমকে অনুরোধ জানানো হয়েছিল।’

নতুনসময়/আইকে