ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


দেশের পথে ড্রিমলাইনার ‘রাজহংস’


১৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫০

ছবি সংগৃহিত

দেশের পথে যাত্রা করেছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’।


যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় এটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে ফিতা কেটে রাজহংস’র যাত্রার উদ্বোধন করা হয়। আজ শনিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমান বাংলাদেশ সূত্রে বিষয়টি জানা যায়।

উড়োজাহাজটি পরিচালনা করছেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফাস্ট অফিসার জামিল ও আতিয়াব। ১৫ ঘণ্টা বিরতিহীনভাবে চালিয়ে উড়োজাহাজটি আনছেন তারা।
জানা যায়, যুক্তরাষ্ট্রের মাটি থেকে উড্ডয়নের আগে বিমান বাংলাদেশের কাছে মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার। এ সময় বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন।

বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা এ উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৮ সালে মার্কিন প্রতিস্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে বিমান বাংলাদেশ ১০টি নতুন উড়োজাহাজ ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করে। ড্রিমলাইনারে আসন সংখ্যা মোট ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। ফ্ল্যাটবেড হওয়ায় এটি যাত্রীদের আরামদায়ক বিশ্রামের জন্য সহায়ক।