ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ভাবিকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণ


১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৬

প্রতীকী ছবি

চট্টগ্রামের ভাবিকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে।এই ঘটনায় দেবর মোহাম্মদ ইলিয়াছ ইলুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ধর্ষিতা ওই গৃহবধূ ইলিয়াছের জেঠাতো ভাইয়ের স্ত্রী। প্রবাসী স্বামীর অবর্তমানে চার সন্তান-সন্ততি নিয়ে তিনি নিজ ঘরে একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন ইলিয়াছ ইলু। এসব ঘটনার প্রতিবাদ করেও লাভ হয়নি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ইলিয়াছ ওই গৃহবধূর ওপর আরও ক্ষুব্ধ হন।

গত রোববার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ইলিয়াস ঘরের বেড়া কেটে ঢুকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে তার ভাবিকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ইলিয়াছ পালিয়ে যান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ ইলু বোয়ালিয়া গ্রামের কোরবান আলীর ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী মামলা করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইলুকে গ্রেফতার করা হয়।