ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বিয়েতে প্রেমিকের আপত্তি, বিষপানে কলেজছাত্রীর মৃত্যু


৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৬

রাজশাহীর মোহনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত বুধবার বেলা ৩ টায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান জরিনা খাতুন (২১)। বিয়েতে আপত্তি জানালে প্রেমিকের সামনেই বিষপান করেন কলেজছাত্রী জরিনা খাতুন। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোলণা করেন। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিহত কলেজছাত্রী জরিনা খাতুন মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বদর উদ্দিনের মেয়ে। তিনি পবার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করতেন। প্রেমিক মাহাবুর রহমান (২২) একই উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রাজশাহী নিউ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের ছাত্র। নিহত কলেজছাত্রী জরিনা খাতুন ছিলেন মাহাবুর রহমানের সম্পর্কে ফুফাতো বোন। ওই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

নিহত কলেজ ছাত্রীর ভাই শাওন জানান, গত বুধবার সকাল ৯ টার সময় তার বোন জরিনা খাতুন (২১) কলেজে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। বেলা ৩ টার সময় তারা জানতে পারেন জরিনা খাতুন মাহাবুর রহমানের বাড়িতে বিষপান করার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।


সরেজমিনে মাটিকাটা গ্রামে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নিহত কলেজছাত্রী জরিনা খাতুন গত বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় বিয়ের দাবি নিয়ে প্রেমিক মাহাবুর রহমানের বাড়িতে আসেন। ওই সময় মাহাবুর রহমানসহ তার বাবা মা পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নিহত কলেজছাত্রী জরিনা খাতুন বিয়ের জন্য মাহাবুর রহমানকে চাপ সৃষ্টি করেন। কিন্তু মাহাবুর রহমান তাকে বিয়ে করতে অস্বীকার করলে সবার সামনে বিষপান করেন কলেজছাত্রী জরিনা খাতুন। কলেজছাত্রীর পরিবারের লোকজনকে না জানিয়ে প্রেমিক মাহাবুর রহমানের পরিবারের লোকজন জরিনা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পর কলেজছাত্রী মারা যান। ঘটনান পর প্রেমিক মাহাবুর রহমান কৌশলে পালিয়ে যান। মারা যাওয়ার খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নিহত কলেজছাত্রীর পরিবারের লোকজন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এবিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।

নতুনসময়/আইকে