ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


জামালপুরে শিক্ষকের বেত্রাঘাতে আহত ১০ ছাত্র 


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩০

জামালপুর
জামালপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ জন ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দশম শ্রেণির ছাত্ররা সোমবার (১৭ সেপ্টেম্বর) ক্লাস বর্জন করেছে।
 
রোববার (১৬ সেপ্টেম্বর) জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার রহমান সাঈদ জানান, রোববার গণিতের শিক্ষক আব্দুর রহিম ১০ম শ্রেণির বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে রফিকুল ইসলামসহ ১০ শিক্ষার্থী আহত হয়। 
 
এরই প্রতিবাদে সোমবার ওই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থীরা স্কুল বর্জন করেছে বলে জানা গেছে।
 
সোমবার সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক আলতাফুর রহমান ও শরীরর চর্চা শিক্ষক আলমগীর হোসাইন বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন।
 
অভিযুক্ত শিক্ষক রফিকুল জানান, শিক্ষার্থীরা পড়া না পারায় তাদের দুই-একটি করে বেত্রাঘাত করা হয়েছে। এতে কেউ অসুস্থ হলে আমার কিছু করার নেই। শিক্ষক হিসেবে এটা কি আমি পারি না?
 
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করেন।
 
এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করে তিনি বলেন, বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখছি।
 
একেএ