ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


কালিয়াকৈরে এক যুবকের মরদেহ উদ্ধার


২৯ আগস্ট ২০১৯ ০১:০৯

প্রতীকী ছবি

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী জলাশয় থেকে ঘাড় ভাঙা অবস্থায় ওেই যুবকের বস্ত্রহীন মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি হাফ হাতা সাদা গেঞ্জি ও সবুজ রঙের লুঙ্গি পড়েছিল।


কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান রাসেল জানান, এক পথচারী ওই জলাশয়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই সেখানে গিয়ে ঘাড় ভাঙা অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তার শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।