ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


যমুনায় নৌকা ডুবিতে নিখোঁজ ১২


৮ আগস্ট ২০১৯ ২০:৫৩

ছবি সংগৃহিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে প্রায় ২৮ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে অন্তত আরো ১২ জন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার ব্রিগেড ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ১৫ কেজি করে ভিজিএফ এর চাল উত্তোলন করে অন্তত ২৮ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌকা ঘাট থেকে চরহলকা হাওড়াবাড়ী দিকে যাত্রা করে। নদীর মাঝ পথে পৌঁছলে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি তলিয়ে যায়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে পৌঁছে যাই। এবং সেখানে ৫ সদস্যর চৌকষ উদ্ধারকারী ডুবুরি দল কাজ করছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান(রাসেল), দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এম ময়নুল ইসলাম, চুকাইবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুরুল ইসলাম, উপস্থিত থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানাগেছে।