হিলিতে মাদক বিক্রেতাসহ আটক ২৬

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক ২২ আসামী ও ৪ মাদক বিক্রেতাসহ ২৬ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা পুলিশ সুপার আবু সায়েম এর নির্দেশে সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের দিক নির্দেশনায় পুলিশের একটি টহলদল আজ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে। অপরদিকে আরো একটি অভিযান চালিয়ে একাধিক মামলা পলাতক ২২ আসামীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ ফেরদৌস (২৬), মোঃ সজিব(২২), মোছাঃ মমতা বেগম (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৪২)। আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়।