ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


১৩ জুলাই ২০১৯ ২১:৪৮

নতুন সময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাককে (৩৫)গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান জানান, আব্দুর রাজ্জাক একটি মাদক মামলার ৭ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।