ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


রাজধানীর ধানমন্ডিতে ভয়াবহ আগুন


১ জুন ২০১৯ ০৩:০৭

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি-১ এ ভয়াবহ আগুন লেগেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গাড়ি ভস্মীভূত হয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) বেসমেন্টে বৈদ্যুতিক বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার পরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বোর্ডে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

নতুনসময়/আইআর