ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে ঢাকা রিজেন্সির ইফতার আয়োজন


৯ মে ২০১৯ ০৭:০৪

বুধবার (৮ মে) ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট মাজাহিরুল উলূম আল-ইসলামিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতি বছরের মতো এবারো মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন ও আর্থিক অনুদান প্রদান করেছে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট।

ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের পরিচালনা পর্ষদ তাদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের শেষে শিশুদের কল্যানার্থে পঁচিশ হাজার টাকা আর্থিকা অনুদান উপহার হিসেবে প্রদান করেন।

ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের পরিচালনা পর্ষদের ব্যাক্তিবর্গ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।

নতুনসময়/রাখি/আইকে