ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


গুলশানের কূটনৈতিক জোনের নিরাপত্তা জোরদার


২২ এপ্রিল ২০১৯ ০৪:১৪

শ্রীলঙ্কার সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন গীর্জা, গুলশানের কূটনৈতিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিএমপির কূটনৈতিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের যেকোনো ইন্সিডেন্ট ঘটলে আমরা সাধারণত নিরাপত্তা টপ পজিশনে রাখি। শ্রীলঙ্কায় বিষ্ফোরণের পর প্রতিটি পয়েন্টে সিকিউরিটি বাড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জা, কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চসহ ঢাকার বাইরের বেশকিছু ধর্মীয় প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ইস্টার সানডের অনুষ্ঠান পালনের সময় চার্চ ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলায় অন্তত পর্যটকসহ ১৬০ জন নিহত এবং সাড়ে ৪০০ বেশি মানুষ আহত হয়েছেন।

 

নতুনসময়/আইকে