ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অর্থের যোগানদাতাদের খুঁজছে সিআইডি


২০ এপ্রিল ২০১৯ ২৩:০৮

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে অর্থের যোগানদাতাদের খুঁজছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরইমধ্যে ওই ঘটনায় অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে বলেও জানা গেছে।

সম্প্রতি এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে কিংবা ঘটনা ধামাচাপা দিতে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা, কিংবা কে বা কারা এসব লেনদেনের সঙ্গে জড়িত সেসব খুঁজে বের করতে কাজ শুরু করছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট।

নুসরাতের যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলা গ্রেফতার হওয়ার পর তার মুক্তি দাবিতে মাঠে নেমেছিলেন অনুসারীরা। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় সত্যিকার অর্থে কোনো ধরনের আর্থিক লেনদেন ছিল কিনা তা যাচাই করা হবে বলে জানিয়েছে সিআইডি। একইসঙ্গে অর্থের উৎস কিংবা যোগানদাতা থাকলে তার খোঁজও করা হবে।

সিআইডির সিনিয়র সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান এ সংক্রান্ত তদন্ত বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নতুনসময়/এনএইচ