ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৮


১৩ এপ্রিল ২০১৯ ০১:২৩

ছবি সংগৃহিত

জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অনেকে।
তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে বগুড়া থেকে এমপি পরিবহন নামে একটি বাস জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশু ও ৫ নারী নিহত হন।

ঘটনাস্থল থেকে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সময়/এসআই