ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আধুনিক প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে উগ্রবাদীতা


২৬ মার্চ ২০১৯ ০১:৩৪

সহিংস উগ্রবাদ বিরোধী এক সংলাপ অনুষ্ঠানে অতিথিরা

আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সঠিক শিক্ষার অভাবে বাড়ছে উগ্রবাদী ও সহিংসতা বলে মন্তব্য করেছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি খন্দকার লুৎফুল কবির।

তিনি বলেন, উগ্রবাদী কর্মকান্ডে বরাবরই মূল টার্গেট করা হয় তরুণ সমাজকে।আধুনিক তথ্য প্রযুক্তি উগ্রবাদে যোগাযোগের সহজলভ্য মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার সঠিক শিক্ষা দিতে পারছিনা তাই দেশে সহিংসতা দূর করতে তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।

আজ ২৫ মার্চ (সোমবার) জাতীয় প্রেসক্লাবে সহিংস উগ্রবাদ বিরোধী এক সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রতি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আইরিশ বাশার রিফাত, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ