ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


বসুন্ধরায় কঠোর অবস্থানে পুলিশ


২১ মার্চ ২০১৯ ২২:২৮

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের তৃতীয় দিনে আজ বসুন্ধরা এলাকায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

ওদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকের সড়ক অবরোধের ঘোষণা থেকে সরে এসে জানিয়েছেন, পরবর্তীতে আন্দোলনের পরিকল্পনা জানানো হবে।

আজ মাঠে না নামলেও আন্দোলন থেকে পিছু হটবে না। তারা বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন সেটা গোটা দেশবাসীর। তবে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অ্যাকশন দেখতে চায়।