ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


শাহজালালে এবার এক কেজি স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক


১৮ মার্চ ২০১৯ ২৩:২২

এক কেজি স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালঙ্কারসহ রাজিয়া সুলতানা নামে প্রিমিয়ার ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, সোমবার ভের সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কলাবাগান শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ রাজিয়া সুলতানা। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কারগুলো স্ক্যানারে ধরা পরে। পরে ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাজ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রোববার দিবাগত রাত দুটোর দিকে দুই নারী কেবিন ক্রুকে ৩৬ পিস স্বর্নের বারসহ আটক করে আর্মড পুলিশ ও কাস্টম।