স্ত্রীর রোমান্টিক স্ট্যাটাসে কমেন্ট করলেন রুবেল

দোলাকে নিয়ে বেশ ভালো ও রোমান্টিক সময় কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা। নিজেদের ভালোবাসার কথা নিয়মিতই প্রকাশ করছেন তারা। তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেলের স্ত্রী দোলা। নিজের ফেসবুক আইডিতে করা পোস্টে তিনি লিখেন, As long as we’re under the same moon, I’ll feel close to you.. Rubel Hossain
এর জবাবে রুবেল হোসেন কমেন্ট করেন- মনে হচ্ছে চাঁদের দেশে আছি।
নতুনসময়/আইকে