ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সতর্ক করা হলো সালমান মুক্তাদিরকে


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭

সতর্ক করে ছেড়ে দেয়া হলো সালমান মুক্তাদিরকে

সতর্ক করে ছেড়ে দেয়া হলো সালমান মুক্তাদিরকে। মঙ্গলবার রাত ৭/৮ টার দিকে সিটিটিসির সাইবার ক্রাইমের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, সালমান মুক্তাদির ভিডিও রিমুভ সংক্রান্তে কমিটমেন্ট দেয়। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সে গুলো মনিটর করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন না করলে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুরের দিকে সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট।

সেইফ ইন্টারনেট স্লোগান কে সামনে রেখে ডিএমপি এর সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। পর্ণ সাইট বন্ধ করাসহ ইন্টারনেটে অশ্লিলতা ছড়ানোর বিরুদ্ধেও কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে আলোচিত সমালোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করে ডিএমপির সাইবার সিকিউরিটি টিম।

প্রসঙ্গত, সালমান মুক্তাদিরের বিষয়ে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সালমান মুক্তাদিরকে তিনি খুঁজছেন।

এরপরের দিনই সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার ক্রাইম ইউনিট তাকে হেফাজতে নেয়।

নতুনসময়/আইএ