ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সালমান মুক্তাদিরকেও জিজ্ঞাসাবাদ করলো সাইবার সিকিউরিটি টিম


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩০

সালমান মুক্তাদিরকেও জিজ্ঞাসাবাদ করলো সাইবার সিকিউরিটি টিম

সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি টিম। মঙ্গলবার বিকেল ৪টায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিএমপির সাইবার সিকিউরিটি টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেইফ ইন্টারনেট স্লোগান কে সামনে রেখে ডিএমপি এর সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদির কে বিকেল ৪ টার দিকে জিজ্ঞাসাবাদ করে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সালমান মুক্তাদিরের বিষয়ে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সালমান মুক্তাদিরকে তিনি খুঁজছেন।

এরপরের দিনই সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের তথ্য জানালো সাইবার ক্রাইম ইউনিট্

সেইফ ইন্টারনেট স্লোগান কে সামনে রেখে ডিএমপি এর সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। পর্ণ সাইট বন্ধ করাসহ ইন্টারনেটে অশ্লিলতা ছড়ানোর বিরুদ্ধেও কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে আলোচিত সমালোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করে ডিএমপির সাইবার সিকিউরিটি টিম।

নতুনসময়/আইএ