ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু


১৪ জানুয়ারী ২০১৯ ০১:০৫

প্রতীকি  ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। হয়েছে। নিহত সেই কিশোরের নাম অভি (১৭)।

রবিবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড মোড়ের পাশের ময়ূরী ভিলা নামে একটি ভবন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। তবে অন্যকোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।