ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


সুপ্রভাত বাসচাপায় প্রাণ ঝড়ে গেল দুই তরুণী


২ জানুয়ারী ২০১৯ ০৪:১১

ফাইল ফটো

রাজধানীর মালিবাগে বাসচাপায় প্রাণ ঝরে গেল দুই তরুণী। এ ঘটনায় বাসসহ চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।আজ বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাওয়ার পথে মিম ও পারভিনকে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়।

ঘটনাস্থালেই মিম মারা যায়। পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে জানা যায়,বর্তমানে দুই তরুণীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।