ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ঢাকা-১ আসনের সালমা ইসলাম নির্বাচন বর্জন


৩১ ডিসেম্বর ২০১৮ ০০:৩৯

ফাইল ফটো

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম নির্বাচন বর্জন করেছেন।

আজ রোববার দুপুর ১২টায় ভোট জালিয়াতির অভিযোগ ত্রনে নবাবগঞ্জ উপজেলার কামারখোলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় সালমা ইসলাম অভিযোগে বলেন, তাঁর কর্মীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগ তুলে ধরেন।

তার প্রতিপক্ষ ছিলেন, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান।