ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


রাঙ্গামাটিতে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত


৩০ ডিসেম্বর ২০১৮ ২১:৪৫

প্রতিকি

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহতের নাম বাছির উদ্দীন (৩৫) নিহত। তিনি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের সমর্থকের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় বাছির উদ্দীনসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নতুনসময়/আইএ