ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল


৩ ডিসেম্বর ২০১৮ ০৩:১৪

ছবি সংগৃহিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আগামী একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ৪ ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)আসনে নির্বাচন করতে পারবে না।

ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

আজ সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

আর প্রার্থিতা প্রত্যাহারের ৯ ডিসেম্বর।আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

এমএল