ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ, ব্যাপক ধস্তাধস্তি-লাঠিচার্জ


২৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে আবারও বিক্ষোভ করেছে কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন। উভয় স্থানেই বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে চাইলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চসহ একাধিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি ডাকে। এছাড়াও, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন সিপিডিআর ও বামপন্থী কিছু সংগঠন।

 

বিক্ষোভকারীদের দাবি, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করছেন।

 

মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। হাইকমিশনের চারপাশে নিরাপত্তা বলয়ে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাইকমিশনের বাইরে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

 

দিল্লির পাশাপাশি বিক্ষোভ হয় কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও। মঙ্গলবার দুপুরে ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। উপদূতাবাসের বাইরে আগে থেকেই একাধিক স্তরে লোহার ব্যারিকেড বসায় পুলিশ। তবু ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। ডেপুটি হাইকমিশন অফিস থেকে প্রায় ২০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।

 

এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে মানবাধিকার সংগঠন সিপিডিআর। একই ইস্যুতে মিছিল ও কর্মসূচি পালন করে সিপিআইএমসহ পশ্চিমবঙ্গের বামপন্থী সংগঠনগুলো।

 

এর আগে, গত ২০ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে 'বাংলাপক্ষ' নামের একটি সংগঠন। সোমবার (২২ ডিসেম্বর) উপদূতাবাসের বাইরে জমায়েত হয় জাতীয় কংগ্রেস ও বিজেপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবারও দিল্লি ও কলকাতায় দিনভর চললো আন্দোলন ও বিক্ষোভ।

 

সম্প্রতি, ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। নিরাপত্তা শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলা, শিলিগুড়ি ও দিল্লির মিশন থেকে ভিসা প্রদান পরিষেবা বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।