বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, রূপার দামে রেকর্ড
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ঘোষণা এবং ভবিষ্যতের নীতিগত দিকনির্দেশনার জন্য বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকায় বিশ্ব বাজারে সোনার দামে সামান্য পতন হয়েছে। খবর, রয়টার্সের।
তবে এরই মধ্যে শিল্পক্ষেত্রে প্রবল চাহিদা এবং সরকারি ঘোষণার কারণে রূপা (সিলভার) তার দামের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে সময় বিকেল সোয়া ৫টা পর্যন্ত স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৯৩ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়।
একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার দামও ০ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২২১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।
অপরদিকে, স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। যা দিনের শুরুতে ৬১ দশমিক ৬১ ডলারে পৌঁছে সর্বকালের উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছর এই ধাতুটির দাম ১১২ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা থাকলেও, দীর্ঘমেয়াদে এটির মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আরবিসি ক্যাপিটাল মার্কেটস। ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি, অপেক্ষাকৃত নরম আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি তাদের সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে।
এদিকে, আরবিসি ক্যাপিটাল মার্কেটস জানিয়েছে, ২০২৬ সালে সোনার দাম গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে ২০২৭ সালে এই মূল্য আরও বেড়ে গড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর প্রবণতা অব্যাহত থাকলে, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাতেই আস্থা রাখবেন, যা এর মূল্যকে আরও বাড়িয়ে তুলবে।
অপরদিকে, প্লাটিনাম বেড়েছে ২.৮% — আউন্সপ্রতি ১,৬৮৮.৩৯ ডলার, প্যালাডিয়াম বেড়েছে ২.৬% — আউন্সপ্রতি ১,৫০৩.৭৪ ডলার। বিশ্লেষকদের মূল্যায়ন ফেডের সিদ্ধান্ত ও শিল্পখাতে ধাতুর ক্রমবর্ধমান চাহিদা মিলিয়ে আগামী দিনগুলোতে মূল্যবান ধাতুর বাজারে আরও বড় ওঠানামা দেখা যেতে পারে।
