ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২


জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে সংবাদ সম্মেলন


৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৩

সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক করেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। কিছুক্ষণ পরই গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

 

উভয় বৈঠকেই লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করছেন বলে জানা গেছে।

 

বিএনপির বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে।

 

এর আগে, অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থী তালিকার ঘোষণা দেয় বিএনপি। আলোচনা হতে পারে জুলাই সনদসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে।

 

আজ সোমবার (৩ নভেম্বর) সাড়ে বারোটার স্থায়ী কমিটির বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক শুরু হয়। সেখানে একক প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ হতে পারে।

 

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।