দাবি আদায়ে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল।
সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনও অধরা। আমাদের আটটি দলের ৫ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে।
আরপিও সংশোধন করা হলে তা মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির।
৫ দাবিতে আন্দোলনরত দলগুলো হচ্ছে— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।
দলগুলোর নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল এবং ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো।
