সাভারে পরকীয়ার জেরেই খুন হন অটোরিকশা চালক রাব্বী
পরকীয়ার জের ধরেই সাভারে খুন হন অটোরিকশা চালক ফজলে রাব্বী (২২)। তদন্ত শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের একটি টিম টাঙ্গাইল হতে খুনের ঘটনায় জড়িত ফাহিমা আক্তার ইতি (২৩) ও তার স্বামী আবীর হোসেন রাতুলকে (২৩) গ্রেফতার করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আরাফাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার পরিদর্শক জুয়েল মিঞা।
পুলিশ জানায়, অটোরিকশা চালক রাব্বি কাউকে কিছু না বলে গত ১৭ অক্টোবর সাভারে উত্তর কলমা এলাকার বাসা থেকে বের হয়ে আর না ফেরায় ১৯ অক্টোবর তার নিখোঁজের ব্যাপারে সাভার থানায় সাধারণ ডায়েরি করা হয় । এরপর ৩০ অক্টোবর কলমা এলাকার স্থানীয় বেলায়েত হোসেনের স্ট্রবেরি বাগানের পাশের জঙ্গলে রাব্বীর বস্তাবন্দী লাশ পাওয়া যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাব্বীর পিতার নাম ছবদের খাঁ।
ঐদিন রাতে রাব্বীর মামা ওহাব আলী বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা (নং ১১২, তাং ৩০•১০•২৫) মামলা দায়ের করেন।এরপরই পুলিশ ও র্যাবের টিম তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। পরে র্যাব-৪ তথ্য প্রযুক্তি ও র্যাব-১৪ এর সহায়তায় শনিবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে ওই খুনি যুগলকে। এ সময় হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদীও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাতুল উত্তর কলমা এলাকার জাকির আলী ভূইঁয়ার ছেলে ও ইতি একই এলাকার সামছুল হকের মেয়ে।
গ্রেফতারকৃত রাতুল পুলিশকে জানায়, তার স্ত্রী ইতির সাথে রাব্বীর অবৈধ সম্পর্ক থাকায় সে ক্রোধে এই হত্যাকান্ডটি ঘটায়।
পরে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
