৭ মাস পর আবারও উৎপাদনে সিইউএফএল
গ্যাস সংকটে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলে আবারও উৎপাদন শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
সিইউএফএল কর্তৃপক্ষ জানায়, গত ১১ এপ্রিল থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে কারখানায় দৈনিক ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়।
গত ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। কারখানার যান্ত্রিক প্রক্রিয়া শেষে রাত থেকে ফের উৎপাদন শুরু হয়। বর্তমানে পুরোদমে চলছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ না হলে এবং কোনোপ্রকার যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে এ ধারা অব্যাহত থাকবে বলে জানায় সিইউএফএল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া। যা বর্তমানে কমে ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে এসেছে। এছাড়া কারখানাটি বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে।
